আত্রাইয়ে শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময়

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 17, 2025 - 09:38
 0  10
আত্রাইয়ে শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শিক্ষক আশাদুল ইসলামের আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সাখিদার। প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক বখত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাবের ও সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।

শিক্ষক আশাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আত্রাই বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, জগদাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন, সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে আত্রাইয়ে তিনটি প্রধান শিক্ষকের সমিতি চলছে, যা পূর্বে এমপি কর্তৃক ডিও লেটারের মাধ্যমে অনুমোদনবিহীনভাবে গঠিত হয়েছিল। কার্যত এ সমিতির কোনো কার্যক্রম নেই এবং সহকারী শিক্ষকরা এর সাথে সম্পৃক্ত নন। এ অবস্থায় সকল শিক্ষকের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দাবি তোলেন তারা।

শিক্ষকদের বিভিন্ন অভিযোগ শুনে প্রধান অতিথি তছলিম উদ্দিন সাখিদার আশ্বাস দেন, অল্প সময়ের মধ্যেই সকল শিক্ষকের অংশগ্রহণে একটি কার্যকর সমিতি গঠনে তিনি সার্বিক সহযোগিতা করবেন। সেইসাথে তিনি সতর্ক করে বলেন, আগামীতে যে নেতৃত্ব আসবে তারা যেন শিক্ষক ও কর্মচারীদের স্বার্থের বিরুদ্ধে কোনো কার্যক্রম না চালায় এবং সমিতির লক্ষ্য যেন সর্বদা মঙ্গলজনক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow