আত্রাইয়ে জমির গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 12, 2025 - 19:24
 0  7
আত্রাইয়ে জমির গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

নওগাঁর আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় মো. আব্দুস সাত্তারের ছেলে মোঃ আশরাফুল ইসলাম শনিবার (১২ জুলাই) আত্রাই থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে আশরাফুল ইসলাম জানান, গত শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোর মধ্যে রয়েছে—২টি আমগাছ, ৩টি মেহগনি, ১টি পিত্রাজ, ৫টি সুপারি, ১টি ফলন্ত লেবু গাছ ও ১টি আমলকী গাছ। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও দাবি করেন, বিবাদীরা এই কাজ করেছে স্থানীয় লোকজনের যাতায়াতের রাস্তা তৈরি করার জন্য। আশরাফুল ইসলাম বাড়ি ফিরে শহর আলী সরদার ও মো. নাজমুল হোসেনসহ অন্যদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে প্রতিবাদ করলে বিবাদীরা তাকে খুন ও জখমের হুমকি দেয়। এতে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে অভিযুক্ত মোঃ আবুল হোসেন বলেন, “আমরা কোনো গাছ কাটিনি। রাস্তা তৈরি করেছি সাধারণ মানুষের সুবিধার জন্য। বাদীর জমি নিয়ে আমাদের কোনো বিরোধ নেই।”

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান বলেন, “৯৯৯ থেকে ফোন আসার পর বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখি। বাদীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow