আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Aug 12, 2025 - 23:16
 0  20
আগৈলঝাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী এক সফল অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঝটিকা অভিযান ও দ্রুত বিচার প্রক্রিয়া এলাকায় মাদক কারবারিদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আ. সালাম বখতিয়ারের ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রকিব বখতিয়ারকে একশত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী রকিব বখতিয়ারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিখন বনিকের আদালতে হাজির করা হয়।

আদালতে অপরাধ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত রকিবকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow