আগৈলঝাড়ায় ইউএনও ফারিহা তানজিনকে বিদায় সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনকে পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন।
অনুষ্ঠানে বক্তৃতা দেন সদ্য বিদায়ী ইউএনও ফারিহা তানজিন, সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার।
বক্তারা বিদায়ী ইউএনও’র পেশাদারিত্ব, প্রশাসনিক দক্ষতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করে তাঁর আগামি কর্মস্থলে আরও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিদায়ী ইউএনও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আগৈলঝাড়ার মানুষ ও এই প্রশাসনের সঙ্গে কাটানো সময় আমার কর্মজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে।"
What's Your Reaction?






