আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শাহাবউদ্দিন আহমেদ, আখাউরা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
May 16, 2025 - 22:37
 0  2
আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর ১টার দিকে জাকির নিজ গ্রামের লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। এ সময় হঠাৎ একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, “আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাকে বলি তাড়াতাড়ি নেমে আসতে। এরপর গোসল করতে যাই। কিছুক্ষণ পর কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে নিচে পড়ে গেছে।”

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow