সুবর্ণচরে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও তানভীর আহমেদের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এ এন এম এনাম হোসেন মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সাবেক বৃহত্তর চর ক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া, চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বিকম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এম এস ফরিদ আখতার, মোহাম্মদপুর পরিবার পরিকল্পনার পরিচালক মোহাম্মদ আলী রিপনসহ অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী তামজিদ হোসেনকে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। এর আগে বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জুর ঘোষণা দিয়েছিলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে অনুষ্ঠানে তিনি তামজিদ হোসেনের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।
What's Your Reaction?






