রোয়াংছড়িতে ঈদ উপলক্ষে ৪০০ পরিবার পেল ৩০ কেজি করে চাল

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
May 25, 2025 - 12:12
 0  1
রোয়াংছড়িতে ঈদ উপলক্ষে ৪০০ পরিবার পেল ৩০ কেজি করে চাল

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃখী ও অসহায় ৪০০ পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ মে ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন প্রান্তিক জনগোষ্ঠী থেকেও কেউ বঞ্চিত না হয়, সেজন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।” তিনি আরও জানান, ভিজিএফ ও ভিজিডি কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের মাঝেও ঈদকে কেন্দ্র করে বিশেষ বরাদ্দের চাল পাঁচ মাসব্যাপী সরবরাহের প্রক্রিয়া চলছে।

এ সময় ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সুষম বণ্টনের মাধ্যমে চাল বিতরণে নির্দেশনা দেন, যাতে প্রকৃত উপকারভোগীরা এ সহায়তা পান।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি সদস্য অংশৈচিং মারমা, অংসিংনু মারমা প্রমুখ।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে চাল বিতরণের এই কর্মসূচি এলাকায় স্বস্তি এনেছে, বলে জানান স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow