রুমায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Aug 28, 2025 - 09:17
 0  4
রুমায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বান্দরবানের রুমায় ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় “নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত থাকি” স্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য প্রত্যেককে নিজের ঘরবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখতে হবে।” এ সময় তিনি ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

অভিযানটি পরিচালনা ও তদারকি করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রুমা উপজেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ওমর কাইয়ুম চৌধুরী, বান্দরবান জেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মো. মোজাহিদুল হক চৌধুরী এবং রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবু বক্কর সিদ্দিক।

এতে ব্র্যাকের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয়রা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিযানের আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow