মাগুরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 25, 2025 - 16:34
May 25, 2025 - 16:38
 0  3
মাগুরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাগুরায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল থেকে মাগুরা ইনডোর স্টেডিয়ামে এ মেলা শুরু হয়।

মেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান। তাঁরা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্ভাবনী মেধাকে জাতির সম্পদ হিসেবে অভিহিত করেন।

দু’দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনীতে অংশ নিচ্ছে। স্টলে রোবট, সোলার সিস্টেম, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা–বিষয়ক নানা উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কেড়েছে।

মেলাটি আগামী সোমবার (২৬ মে) পর্যন্ত চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow