বিজয়নগর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
May 16, 2025 - 21:02
 0  3
বিজয়নগর সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে বৃহস্পতিবার রাতে পুশ-ইনের আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ-ইনের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

সূত্র জানায়, আগরতলা বিমানবন্দরের পাশের একটি গেট দিয়ে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে পুশ-ইন করা হতে পারে এমন তথ্য পেয়ে বিজিবি সীমান্তে টহল জোরদার করে। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতভর সতর্কতা জারি রাখা হয়।

এলাকার বাসিন্দা আনিস মিয়া ও ফজলুল হক জানান, বিজিবির তৎপরতা বেড়ে গেলে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টার দিকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বেড়ে যায়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুশ-ইনের আশঙ্কায় সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

বিজিবি জানায়, এ পর্যন্ত কোনো পুশ-ইন হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow