বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 8, 2025 - 11:31
 0  0
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আবু সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা হয়। এতে কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান।

মানবিক সহায়তামূলক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলায় সংগঠনটির ইউনিট রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সারা দেশে রক্তদানের মতো সেবা কার্যক্রমও পরিচালনা করে।

পিরোজপুর জেলা ইউনিটের এডহক কমিটিতে রয়েছেন—চেয়ারম্যান পদে পদাধিকার বলে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সেক্রেটারি জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট আবুল কালাম আকন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, মো. মহিউদ্দিন মল্লিক নাসির, নূর দিদা মোহাম্মদ খালেদ (রবি), মো. আব্দুস সালাম বাতেন, মির্জা জহুরুল হক, মো. আফজাল হোসেন টিপু ও রেজাউল হক রিয়াজ।

চলতি বছরের ১৩ জুলাই থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিন মাসের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে এডহক কমিটি গঠন করা হয়।

প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবন নির্মাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং কিছু গৃহসংস্থা গঠনের মতো কার্যক্রম হাতে নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow