জাতীয় শুদ্ধচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
May 7, 2025 - 18:11
 0  4
জাতীয় শুদ্ধচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বিআরডিভি অফিসের হলরুমে বুধবার (৭ মে) অনুষ্ঠিত হয়েছে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধচার কৌশল বাস্তবায়ন কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫। এ কর্মপরিকল্পনার উদ্দেশ্য ছিল সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দায়িত্ববোধ দৃঢ় করা এবং সমবায় সেক্টরে শুদ্ধাচার প্রচলন করা।

আয়োজনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সমবায় কার্যালয়ের নৈতিকতা কমিটির সদস্যবৃন্দ, ফুলবাড়িয়া উপজেলা সমবায় কার্যালয় এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা দেন ময়মনসিংহ সমবায় বিভাগীয় অফিসের উপনিবন্ধক ফারজানা আফরোজ উর্মি, সহকারী নিবন্ধক জাকীয়া সুলতানা এবং ফুলবাড়িয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বক্তারা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব এবং শুদ্ধাচারের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ ছাড়াও, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মামুনুর রশীদ মামুন।

এ কর্মপরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিকতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow