বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, শিয়ালকাঠি দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর, সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।
সভায় বক্তারা বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই জাতি গঠনের কাজে যারা জড়িত আছেন তারা নিঃসন্দেহে মহান ও মহৎ পেশার দাবিদার। একটি দেশের উন্নতি ও অগ্রগতির মূল ভিওি হচ্ছে মানসম্মত শিক্ষা আর সেই শিক্ষার মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষক সমাজ। শিক্ষার গুনগত মান বৃদ্ধি সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। শিক্ষক সমাজের মর্যাদা,দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
What's Your Reaction?






