সুবর্ণচরের ক্যান্সার আক্রান্ত জান্নাতের পাশে নাছির উদ্দীন নাছির

রাশেদুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 1, 2025 - 23:40
 0  4
সুবর্ণচরের ক্যান্সার আক্রান্ত জান্নাতের পাশে নাছির উদ্দীন নাছির

নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের এক হতভাগ্য কন্যা জান্নাত ক্যান্সারে আক্রান্ত। দিন দিন তার জীবনীশক্তি কমছে, আর পরিবারের আর্থিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে তারা এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জান্নাতের মা আবেগপ্রবণ হয়ে বলেন, “আমার কন্যা দিন দিন হারাচ্ছে জীবনীশক্তি। আমরা নিঃশব্দে কষ্টের মধ্যে দিনযাপন করছি।”

এই আহাজারি শোনার পর মানবিকতার পরিচয় দিতে দ্রুত তার পাশে এগিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি জানান, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক ও মানবিক দায়িত্ব।

নাছির উদ্দীন নাছির চট্টগ্রামের বাইরে থাকলেও দ্রুত সুবর্ণচরে ছুটে আসেন। তিনি সরাসরি হাসপাতালে গিয়ে জান্নাতের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। প্রাথমিকভাবে তার সঙ্গে ছিলেন সুবর্ণচর উপজেলা সমিতি, চট্টগ্রামের পিবিআই সভাপতি আবু জাফর মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ অহিদের রহমান নয়ন, মানবিক নেতা আব্দুল করিম এবং ছাত্রনেতা দিদারুল আলম। তারা জান্নাতের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন।

নাছির উদ্দীন নাছির চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন, রোগীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। ডাক্তাররা জানিয়েছেন, জান্নাত বর্তমানে কেমোথেরাপি ও সহায়ক যত্ন নিচ্ছেন। পরিবারের মানসিক সহায়তা ও স্থানীয় নেতাদের সহযোগিতা তার চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা জান্নাতের সুস্থতার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি এবং পরিবারের পাশে থাকবো।”

উপস্থিত নেতারা প্রত্যেকেই মানবিক দায়িত্বের গুরুত্বের ওপর জোর দেন। আবু জাফর মোঃ ওমর ফারুক বলেন, “নাছির উদ্দীনের এই উদ্যোগ আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একজন নেতার দায়িত্ব কেবল রাজনৈতিক নয়, মানবিক ও সামাজিক দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ।” সাধারণ সম্পাদক মোঃ অহিদের রহমান নয়ন বলেন, “আমরা এই ধরনের মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার জন্য সবসময় প্রস্তুত। এটি কেবল জান্নাতের পরিবার নয়, পুরো এলাকার জন্য উদাহরণ সৃষ্টি করছে।”

মানবিক আব্দুল করিম বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক চেতনা বৃদ্ধি করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য।” দিদারুল আলম বলেন, “একটি শিশু যখন অসুস্থ থাকে, তখন আমাদের সকলের মানবিক দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা জান্নাতের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব।”

নাছির উদ্দীন নাছিরের এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয়রা বলেন, “নাছির উদ্দীন ভাই শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মানবতারও একজন দৃষ্টান্ত।” তার সহমর্মিতা ও সহায়তা শুধু জান্নাতের পরিবারের জন্য নয়, পুরো এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন।

নাছির উদ্দীন নাছির প্রমাণ করেছেন, রাজনৈতিক বা সাংগঠনিক নেতৃত্ব মানেই কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে মানবিক চেতনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow