মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 29, 2025 - 23:55
 0  4
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্যজীবীদের সচেতনতা ও নিষেধাজ্ঞা কালীন সময়ে মা ইলিশ আহরন থেকে বিরত থাকতে  এ সচেতনতামূলক ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার,ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শাহিদুল ইসলাম শহীদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মৎস্যজীবি বৃন্দ। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ০৪অক্টোবর ২০২৫ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরন, সংরক্ষণ, বিক্রয় বা পরিবহনে সরকারী ভাবে যে নিষেধাজ্ঞ জারি করা হয়েছে তা মৎস্যজীবী সহ এর সাথে জড়িত সকলকে মেনে চলতে হবে। এই নিষেধাজ্ঞা কালীন সময়ে অবৈধভাবে মা ইলিশ আহরন থেকে বিরত থাকলে আমাদের পর্যাপ্ত ইলিশ উৎপন্ন হবে যা থেকে বৈদেশিক মুদ্রাসহ আমরা আমাদের প্রয়োজনীয় মৎস্য চাহিদার অভাব পূরণ করতে পারবো,আমরা মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হবো।

 শুধু এ সময়ই নয় বছরের বিভিন্ন সময় মৎস্য আহরনের   ব্যাপারে যে নিষেধাজ্ঞ জারী করা হয় তাহা ও যথাযথ ভাবে মেনে চলতে হবে, অন্যথায় আইন অমান্যকারীদের জেল জরিমানাসহ শাস্তি ভোগ করতে হবে। এ সময় মৎস্যজীবীদেরকে সরকারিভাবে সাহায্য সহযোগিতার ব্যবস্থা রয়েছে যাতে তারা পরিবার নিয়ে ভরণপোষণ করতে পারেন। নিষেধাজ্ঞা কালীন সময়ে মৎস্য দপ্তর, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow