থানচিতে ৩৮ বিজিবি'র তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন দুস্থ ও অসহায় মানুষ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Sep 29, 2025 - 19:01
 0  11
থানচিতে ৩৮ বিজিবি'র তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন দুস্থ ও অসহায় মানুষ

বান্দরবানের থানচি উপজেলায় স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুদ। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা কার্যক্রম চলে।

এই আয়োজনের মাধ্যমে থানচি উপজেলার বিভিন্ন পাড়ার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ মোট ২০৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। সেবা প্রাপ্তদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৮৫ জন মহিলা এবং ৬২ জন শিশু ছিল।

আয়োজকরা জানান, থানচিসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

বলিপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। উল্লেখ্য, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর আগেও বিভিন্ন সময়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা ধরনের কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow