ধানের শীষে ভোট দিয়ে ফরিদপুর-১ আসনটি তারেক রহমানকে উপহার দেব - খন্দকার নাসিরুল ইসলাম

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 14, 2025 - 11:54
 0  8
ধানের শীষে ভোট দিয়ে ফরিদপুর-১ আসনটি তারেক রহমানকে উপহার দেব - খন্দকার নাসিরুল ইসলাম

ধানের শীষে ভোট দিয়ে ফরিদপুর-১ আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি বলেন, আমি দলের কর্মীদের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের একটাই লক্ষ্য— ফরিদপুর-১ আসনের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯ টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক আনন্দঘন আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু।

এ সময় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমাদের দলকে সংগঠিত করতে হবে তৃণমূল থেকে। দলীয় নেতাকর্মীরা যদি এক কাতারে এসে জনগণের পাশে দাঁড়ান, তাহলে ইনশাআল্লাহ ফরিদপুর-১ আসনে বিজয় আমাদের হবেই। ফরিদপুর-১ আসনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। বিএনপি জনগণের দল, জনগণের জন্যই আমাদের সংগ্রাম।

স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দলের মধ্যে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। আগামীকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে জানানো হবে— কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদা আদায় করলে তাকে আমাদের হাতে তুলে দিন। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে পুলিশের কাছে সোপর্দ করব।

তিনি আরও যোগ করেন, এই আন্দোলনে যারা অংশ নেবে, তারাই আগামী দিনের গর্বিত সৈনিক হিসেবে ইতিহাসে নাম লেখাবে।

সভায় বক্তারা বলেন, খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে ফরিদপুর-১ আসনে বিএনপির নতুন জাগরণ ঘটবে। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আসবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

সভায় উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাব পান্নু মিয়া, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান হাসিব মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, “আমরা দলীয় ভেদাভেদ ভুলে একসাথে কাজ করব। আসন্ন নির্বাচনে নাসির ভাইয়ের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা এক কণ্ঠে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং “নাসির ভাইয়ের নেতৃত্বেই বিএনপির পুনর্জাগরণ ঘটবে  এই স্লোগান দেন।

এসময় নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে খন্দকার নাসিরুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow