১৬ বছর পর জিয়ানগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 10, 2025 - 22:13
 0  1
১৬ বছর পর জিয়ানগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ ১৬ বছর পর। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নানা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এ সম্মেলনে ২৭৮ জন কাউন্সিলর তিনটি গুরুত্বপূর্ণ পদে ভোট প্রদান করে তাদের নেতৃত্ব নির্বাচিত করেন।

সম্মেলনের প্রথম পর্বে উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলমগীর কবির মান্নু। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের ফলে দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। এই সময়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে গেছে। তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে সরাসরি কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের পতনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে।”

সম্মেলনের দ্বিতীয় পর্বে তিনটি পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আহ্বায়ক ফরিদ আহমেদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থীর মধ্যে যুগ্ম আহ্বায়ক এইচ.এম ফারুক হোসাইন নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আকন। পুরো প্রক্রিয়া ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে এই সম্মেলন দলীয় গণতন্ত্রের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, অ্যাড. আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন, যুবদল কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম দুলাল এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু প্রমুখ।

নতুনভাবে নির্বাচিত নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে নেতারা বলেন, জিয়ানগর উপজেলা বিএনপি আগামীতেও ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে দল পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow