সেনা রিজিয়ন ফুটবল কাপ চ্যাম্পিয়ন রোয়াংছড়ি একাদশ

বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রোয়াংছড়ি ইউনিয়ন একাদশ। সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেলে রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রোয়াংছড়ি ইউনিয়ন একাদশ ও নোয়াপতং ইউনিয়ন একাদশ।
“সম্প্রীতির মিছিলে শ্লোগান” প্রতিপাদ্য নিয়ে বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জোনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সেনা রিজিয়ন কাপ সমন্বয় কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর এম.এম ইয়াসিন আজিজ। প্রধান অতিথি ছিলেন ৫ই বেঙ্গল রোয়াংছড়ি জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্ণেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জারলম বম, সদস্য নাংফ্রা খুমি, রোয়াংছড়ি থানা ওসি এম. সাকের আহমেদ, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথং লিয়ান বুইতিং, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উনুমং মারমা ও বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন কাপ, রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লে. কর্ণেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






