সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 26, 2025 - 19:39
 0  1
সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এফবিআই-এর অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে মি. রবার্ট জে. ক্যামেরন এবং পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মি. মোহাম্মদ আমিনুল ইসলাম। তারা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগ ও সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।

সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আইনগত সহায়তা (Mutual Legal Assistance) জোরদার, সন্ত্রাসবাদ দমন, সাইবার অপরাধ মোকাবিলা এবং আর্থিক অপরাধ প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow