সিংগারবিলে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে সিংগারবিল বাজারে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন শ্রমিকবান্ধব নেতা। তাঁর হাত ধরেই শ্রমিক দল প্রতিষ্ঠিত হয় শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাতেও শ্রমিকদের পক্ষে জোরালো বক্তব্য রয়েছে। তাই শ্রমিক দলকে সুসংগঠিত করে আগামী দিনে এই এলাকার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।”
উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ মামুনুর রশীদ, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তাহের, রাকির হাজারী, মোঃ মনিরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জমির হোসেন, আবন আলী, সদস্য গিয়াস উদ্দিন মির্জা, শামসুল আলম খান, লিটন মিয়া, রুস্তম আলী, রাস্টু মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মিয়া, মোঃ ফিরোজ মিয়াসহ অনেকে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ