লামা জেলা স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি জোরদার

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধ, বান্দরবানঃ
Aug 27, 2025 - 14:28
 0  2
লামা জেলা স্থগিত আদেশ প্রত্যাহারের দাবি জোরদার

বান্দরবানের লামাকে পুনরায় জেলা ঘোষণা করার দাবি জোরালো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল বলছেন, ঐতিহাসিক গুরুত্ব, জনসংখ্যা, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন বিবেচনায় লামাকে জেলার মর্যাদা থেকে বঞ্চিত রাখা সমীচীন নয়।

১৯৭৭ সালে গঠিত ‘লামা জেলা বোর্ড’ এবং ১৯৮২ সালে চালু হওয়া ‘লামা জেলা তথ্য অফিস’—এখনো লামার জেলা পরিচয়ের স্মৃতি বহন করে। একই বছরের ৭ নভেম্বর সরকার ‘থানা প্রশাসন পুনর্বিন্যাস অধ্যাদেশ ১৯৮২’ জারি করে প্রশাসন বিকেন্দ্রীকরণ ও মহকুমাকে জেলা করার ঘোষণা দিয়েছিল। সে সময় রাঙ্গামাটির কাপ্তাই, খাগড়াছড়ির রামগড় ও বান্দরবানের লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা হলেও কয়েকদিন পর কম জনসংখ্যা ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার অজুহাতে কার্যক্রম স্থগিত করা হয়।

তবে বর্তমানে লামা উপজেলা একটি পৌরসভা, ৭টি ইউনিয়ন, ১৮টি মৌজা, ৫০০টি পাড়া ও প্রায় এক হাজার গ্রাম নিয়ে গঠিত। জেলার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষ লামা অঞ্চলে বসবাস করেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে লামাকে অনেক আগেই জেলার মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল।

এখানে এখনো টিকে আছে জেলা প্রশাসনের স্থগিতকৃত কার্যক্রমের নানা চিহ্ন—জেলা তথ্য অফিস, ম্যাজিস্ট্রেট আদালত, পুলিশ লাইন ও সুপারের কার্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি, বন বিভাগীয় কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, কৃষি উন্নয়ন করপোরেশন, আনসার ভিডিপি ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন দপ্তরের স্থাপনা। এছাড়া রয়েছে সরকারি ডিগ্রি কলেজ, ডিগ্রি মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩৩/১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র।

ইতিহাস বলছে, ১৯২০ সালের ৭ সেপ্টেম্বর লামা থানা গঠিত হয়। ১৯৭০ সালের ৯ অক্টোবর আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বাইশারী ও গজালিয়া নিয়ে লামা মহকুমা উন্নীত হয়। এরশাদ সরকারের সময় ৮০-এর দশকে দেশের ৪৭টি মহকুমাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা হয়, যার ধারাবাহিকতায় লামাও ঘোষিত হয়েছিল। কিন্তু জনসংখ্যা কম হওয়ায় কার্যক্রম স্থগিত থাকে।

স্থানীয়দের মতে, সময়ের সাথে লামা আজ শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিকভাবে বহুগুণে উন্নত হয়েছে। এখন লামাকে জেলা ঘোষণার দাবি শুধু ঐতিহাসিক নয়, প্রশাসনিক ও জনদাবিরও প্রতিফলন।

বর্তমানে নির্বাচন কমিশনের চলমান শুনানিতে “পার্বত্য তিন জেলা → ৮ জেলা” করার প্রস্তাব উঠেছে। এ প্রেক্ষাপটে ‘লামা জেলা’ স্থগিত আদেশ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করার দাবিতে স্থানীয়রা সোচ্চার হয়ে উঠছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow