রাজশাহীতে আরএমপি কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jul 14, 2025 - 14:10
 0  3
রাজশাহীতে আরএমপি কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিতে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কালচারাল ক্লাব। ১৩ জুলাই, রবিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক আনন্দঘন আয়োজনে এই ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ক্লাবের নামফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ সূচনা ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যরা যাতে সাংস্কৃতিক ও মননশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান, সে লক্ষ্যেই এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি জানান, এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি বাড়াবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া যাদের মধ্যে সাংস্কৃতিক প্রতিভা ও সৃজনশীলতা রয়েছে, তারা এই ক্লাবের মাধ্যমে নিজেদের মেধা প্রকাশের সুযোগ পাবেন।

উদ্বোধনের পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ফোর্স)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow