মহালছড়ির মেধাবী রাকিবুলের উচ্চশিক্ষার দায়িত্ব নিলো ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Aug 8, 2025 - 11:36
 0  0
মহালছড়ির মেধাবী রাকিবুলের উচ্চশিক্ষার দায়িত্ব নিলো ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রাকিবুল হাসানকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাকিবুলের বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের আহ্বায়ক মো. মিজানুর রহমান সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে তাঁর উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

রাকিবুল এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ির এপিবিএন আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত রাকিবুল বলেন,
“এই সম্মাননা ও দায়িত্ব নেওয়ার ঘোষণায় আমি ভীষণ অনুপ্রাণিত। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কিছু করার চেষ্টা থাকবে। উচ্চশিক্ষা শেষে মহালছড়ির মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন রাকিবুলের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মিজানুর রহমান বলেন,
“রাকিবুলের এই কৃতিত্ব শুধু তার একার নয়, এটি মহালছড়ির গর্ব। ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে। রাকিবুলের উচ্চশিক্ষার সব খরচ ফাউন্ডেশন বহন করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow