মহম্মদপুরে সর্বজন শ্রদ্ধেয় আকরাম হোসেন মোল্লার ইন্তেকাল

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা, সর্বজন শ্রদ্ধেয় মোঃ আকরাম হোসেন মোল্লা (৭৫) আর নেই। শনিবার (১৭ মে) বিকেলে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে ফুলবাড়ী ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে ফুলবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
What's Your Reaction?






