মহম্মদপুরে ইউএনও’র স্কুল ব্যাগ বিতরণে শিক্ষার্থীদের হাসি

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 10, 2025 - 23:36
 0  4
মহম্মদপুরে ইউএনও’র স্কুল ব্যাগ বিতরণে শিক্ষার্থীদের হাসি

ঝমঝমে বৃষ্টির দিনে ক্লাসে বসেই হঠাৎ চমকে উঠলো কোমলমতি শিক্ষার্থীরা—হাতে হাতে পৌঁছে গেল নতুন ঝকঝকে স্কুল ব্যাগ। এমন চমক নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহীনুর আক্তার।

শুধু ধোয়াইল নয়, পরবর্তীতে তিনি গোপীনাথপুর ও চুড়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক মেহেদী হাসান পলাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

গোপীনাথপুর স্কুলে ব্যাগ বিতরণের সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা এবং চুড়ারগাতি স্কুলে ছিলেন সাবেক সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার ও প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ৮টি ইউনিয়নের ১০৪৬ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ইউএনও শাহীনুর আক্তার বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। একটি শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের মনোযোগ ও আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

নতুন ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা হাসিমুখে জানায়, এমন উপহার পেয়ে তারা দারুণ খুশি। অনেক অভিভাবকও সন্তোষ প্রকাশ করে ইউএনও’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow