মধুমতির বুকে ভেসে উঠল ১৫ ফুটের কুমির

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 17, 2025 - 15:35
 0  4
মধুমতির বুকে ভেসে উঠল ১৫ ফুটের কুমির

শান্ত মধুমতি নদীর বুকে হঠাৎই ভেসে উঠল বিশাল এক জলদানব! শনিবার দুপুরে মহম্মদপুর ব্রিজের নিচ দিয়ে ভেসে যাওয়া প্রায় ১৫ ফুট লম্বা এক কুমিরের দৃশ্য রীতিমতো বুক কাঁপিয়ে দিয়েছে এলাকাবাসীর। এক যুবকের ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নদীপাড়ের মানুষের আতঙ্ক।

ঘটনার সূত্রপাত গত শনিবার দুপুরে। মহম্মদপুর ব্রিজের ওপর থেকে কয়েকজন পথচারী নদীতে বিশাল আকৃতির কিছু একটা ভাসতে দেখেন। অল্প সময়ের জন্য ভেসে ওঠা প্রাণীটি যে একটি জীবন্ত ও বিশাল কুমির, তা বুঝতে পেরেই এক যুবক দ্রুত মোবাইলে ভিডিও ধারণ করেন। প্রায় এক মিনিটের সেই ভিডিওতে প্রাপ্ত বয়স্ক এবং সুঠাম স্বাস্থ্যের কুমিরটিকে স্পষ্টভাবেই নদীতে ভাসতে দেখা যায়।

এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মধুমতি ও পার্শ্ববর্তী গড়াই নদীপাড়ের গ্রামগুলোতে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে মৎস্যজীবীরা, যাদের জীবিকা এই নদীর ওপরই নির্ভরশীল, তারা ভয়ে নৌকা নিয়ে জাল ফেলতে নদীতে নামতে পারছেন না। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিরটির আক্রমণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিশাল কুমিরের আবির্ভাবে এলাকার প্রবীণদের মুখে মুখে ফিরছে এ অঞ্চলের পুরনো জনশ্রুতি—কিংবদন্তি ‘নদের চাঁদের’ কথা। দীর্ঘদিন পর লোকালয়ে এমন কুমির দেখা দেওয়ায় অনেকেই এটিকে সেই কিংবদন্তির সাথেই মেলাচ্ছেন। বর্তমানে ভয়, আতঙ্ক আর লোককথার এক মিশ্র অনুভূতিতে দিন কাটাচ্ছে মধুমতি পাড়ের মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow