ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গর্ভবতী মায়েদের জন্য স্বাভাবিক প্রসব সেবা এবং কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্য সেবা কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে কিশোর-কিশোরীদের সঠিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানে এই কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে আম গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
What's Your Reaction?






