ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিশাল চক্ষু শিবির

ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে চুমুরদিয়া ও ঘারুয়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগী বিনামূল্যে চোখের ছানি পরীক্ষাসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন।
স্থপতি মুজাহিদ বেগের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান ‘আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল’ যৌথভাবে এই মানবিক কার্যক্রমের আয়োজন করে। দুইজন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের তত্ত্বাবধানে দিনব্যাপী এই সেবা কার্যক্রমে মানুষের ব্যাপক সাড়া মেলে।
সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "আমি চরভদ্রাসনের সন্তান। আমার পরিবার সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় আমি অর্থাভাবে চিকিৎসা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরেছি, যা একটি বিরল ইতিহাস।"
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "তৃণমূলের মানুষের ও প্রান্তিক পর্যায়ের উন্নয়নে ভূমিকা রাখতে আমি সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি সেবামূলক কাজের মাধ্যমেই মানুষের কাছে যেতে চাই। নির্বাচিত হতে পারলে এই কাজের পরিধি আরও বাড়বে। আগামী ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ আসনের আরও দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানি অপারেশন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।"
স্বাস্থ্যসেবার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতেও কাজ করছেন বলে জানান মুজাহিদ বেগ। তিনি বলেন, "তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে শতাধিক মাঠে খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।"
দিনব্যাপী এই ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থপতি মুজাহিদ বেগের এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন এবং এটি তার নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।
What's Your Reaction?






