ভাঙ্গায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে দুঃস্থদের অবস্থান কর্মসূচি

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 20, 2025 - 22:51
 0  2
ভাঙ্গায় ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে দুঃস্থদের অবস্থান কর্মসূচি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে ভিজিডি (দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেন কয়েকজন হতদরিদ্র নারী, শিশু ও বৃদ্ধ। তারা জানান, গত ৫ মাস ধরে বরাদ্দপ্রাপ্ত ১৫০ কেজি করে চাল পাননি তারা।

অবস্থানকারী ভুক্তভোগীদের মধ্যে ছিলেন বিধবা সালমা বেগম, তাসলিমা বেগম, লিপি বেগম ও আকলিমা বেগমসহ আরও কয়েকজন। তারা অভিযোগ করেন, তাদের নামে বরাদ্দ চাল ইউনিয়ন পরিষদের এক সদস্য আত্মসাৎ করেছেন। কেউ এক বস্তা, কেউ দুই বস্তা চাল পেলেও প্রকৃত প্রাপকদের কাছে তা পৌঁছেনি। একাধিক উপকারভোগীর পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের নামের সই নিয়ে চাল বিতরণ দেখানো হয়েছে, অথচ তারা জানেই না চাল বিতরণ কবে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ ও ২ নম্বর ওয়ার্ডের ৫-৭ জন উপকারভোগী ৫ মাসের জন্য বরাদ্দ পাওয়া ১৫০ কেজি করে চাল না পেয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎ পান, তবে পরিষদের কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।

চাল বিতরণে জড়িত ১ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াদ আলী দাবি করেন, “আমি কারো চাল আত্মসাৎ করিনি, অভিযোগ সত্য নয়।” অপরদিকে ভুক্তভোগীরা জানান, ইয়াদ আলী চাল চাইতে গেলে বলেন, “তোমার তিনটা সই করা হয়ে গেছে, চাল কে নিয়েছে আমি জানি না।”

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু বলেন, “যারা প্রতারণার শিকার হয়েছেন, তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” ইতোমধ্যেই একাধিক ভুক্তভোগী ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “যদি কেউ চাল আত্মসাতে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, ছাড় পাবে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow