ভাঙ্গায় জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিয়াচরা সড়কের হরিরহাট পর্যন্ত জরাজীর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকেলে সড়কের রেলসেতু সংলগ্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বালিয়া গ্রামের কয়েক শত নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার আহ্বান জানান।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার, জিন্নাত আলী, বাকি মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, অতিবৃষ্টির ফলে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন শত শত অটো ও ভ্যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বৃদ্ধ, গর্ভবতী নারীসহ স্থানীয়দের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
What's Your Reaction?






