ভাঙ্গায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 29, 2025 - 07:51
 0  3
ভাঙ্গায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের বিলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ডোঙা বাইচ। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক বিনোদনপ্রেমী দর্শক ভিড় জমায়।

স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৈয়ব মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, বিএনপি নেতা ওসমান মুন্সি, মুন্সি সুমন বুলু, খন্দকার আবদুস সামাদ, কৃষক দলনেতা সাইদ মুন্সী, স্থানীয় বিশিষ্টজন বিল্লাল মাতুব্বর, মহিউদ্দিন বুলুসহ অন্যরা।

সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ আবুল খায়ের সোহাগ ও তুষার মুন্সী। পরে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow