ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jul 9, 2025 - 20:12
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আবদুল মন্নাফ ও তার স্ত্রী রোকসানা বেগমের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্ত শেষে সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রায় ঘোষণার সময় দণ্ডিত স্বামী-স্ত্রী এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow