ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনেই প্রার্থী দিচ্ছে নুরের গণঅধিকার পরিষদ

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Aug 11, 2025 - 19:28
 0  2
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনেই প্রার্থী দিচ্ছে নুরের গণঅধিকার পরিষদ

আসন্ন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ আগস্ট, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল গণসমাবেশ থেকে জেলার ছয়টি সংসদীয় আসনেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করে দলটি। এতে জানানো হয়, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বলেন, "বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এই সংকট থেকে উত্তরণের জন্য গণঅধিকার পরিষদ একটি গণনির্ভর আন্দোলনের রূপরেখা দেবে। ব্রাহ্মণবাড়িয়া হতে পারে সেই পরিবর্তনের সূতিকাগার।"

তিনি আরও বলেন, এই সমাবেশ থেকে শুধু প্রার্থীই ঘোষণা করা হবে না, দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে। সমাবেশ সফল করতে জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই ঘোষণার মাধ্যমে দলটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিল, যা আগামী দিনে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow