বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে শুরু আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jul 12, 2025 - 08:17
 0  0
বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে শুরু আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

“অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ”—এই প্রতিপাদ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শুরু হয়েছে শহিদ আবু সাঈদ স্মরণে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আবু সাঈদ ছিলেন ন্যায়ের পক্ষের সাহসী কণ্ঠস্বর। তাঁর স্মৃতিকে সামনে রেখে যুক্তিবাদী মানস গঠনের এ প্রয়াস অত্যন্ত সময়োপযোগী। এই বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সত্য ও মানবিকতা প্রতিষ্ঠার সাহস জোগাবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হলো চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্র। শহিদ আবু সাঈদ স্মরণে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা তরুণদের মধ্যে যুক্তির চর্চা এবং নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ।

বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow