বিএফআইডিসি ও কাপ্তাই পার্ক পরিদর্শনে পরিবেশ সচিব ড. ফারহিনা

রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও বনজ সম্পদ দেখে মুগ্ধ হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টায় তিনি সরকারি সফরে কাপ্তাই ন্যাশনাল পার্ক, কর্ণফুলী রেঞ্জ ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) কাপ্তাই এলপিসি ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সচিব বলেন, “কাপ্তাই ন্যাশনাল পার্ক দেশের অন্যতম মনোমুগ্ধকর একটি বনভূমি। এখানে বৈচিত্র্যময় বৃক্ষরাজি ও বন্যপ্রাণীর উপস্থিতি একে অনন্য করে তুলেছে।” কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এলাকায় শতবর্ষী (১৯২৭ সালের) সেগুন গাছ দেখে তিনি গভীর মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়াও, তিনি ১৯০৮ সালে স্থাপিত বন বিভাগের ঐতিহ্যবাহী সৃজিত বাগান ও রেস্ট হাউজও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে সচিব কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের বিভিন্ন ANR বাগান, বিএফআইডিসির বিভিন্ন ইউনিট ও এলপিসি ফার্নিচার শাখা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কাজের অগ্রগতি দেখে সংশ্লিষ্টদের উৎসাহ প্রদান করেন এবং আরও দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে দিকনির্দেশনা দেন।
এ সময় রাঙামাটির দক্ষিণ বন বিভাগের আওতায় সামাজিক বনায়নের আগর চাষিরা সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আগর গাছ কর্তনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কর্তনের অনুমতি চেয়ে দাবি জানান। সচিব তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শুনে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
সচিবের সফরকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন—বিএফআইডিসির যুগ্মসচিব ও অর্থ বিভাগের পরিচালক ড. মাহামুদুর রহমান ভূঁইয়া, রাঙামাটি বন সার্কেলের বন সংরক্ষক (সিএফ) আবদুল আউয়াল সরকার, চট্টগ্রাম সার্কেলের সিএফ ড. মোল্যা রেজাউল করিম, মন্ত্রণালয়ের একান্ত সচিব মো. শাহাদাত হোসেন, রাঙামাটি ঝুম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া, কাপ্তাই পাল্পউড বাগানের ডিএফও সাজ্জাদুজ্জামান, উত্তর বিভাগের ডিএফও মোহাম্মদ হোসেন, ডিএফও সোহেল রানা, কাপ্তাই এলপিসি ইউনিটের সহকারী মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রসহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা ও এসিএফবৃন্দ।
What's Your Reaction?






