বাবুলের মুক্তি না দিলে ফরিদপুর অচল করার হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 20, 2025 - 21:42
 0  3
বাবুলের মুক্তি না দিলে ফরিদপুর অচল করার হুঁশিয়ারি

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের রাজপথ। ‘মিথ্যা মামলায়’ তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার বিকেলে ফরিদপুর মহানগর কৃষক দল এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে আগামী রবিবারের মধ্যে বাবুলকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর ফরিদপুর অচল করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

বুধবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু উত্তেজনাকর সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, "এই ফ্যাসিস্ট সরকার репреশনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। শহিদুল ইসলাম বাবুলের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো তারই প্রমাণ। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।"

নেতারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো সেই দমননীতিরই অংশ।

মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সমস্বরে বলেন, "রবিবারের মধ্যে আমাদের নেতাকে মুক্তি না দিলে ফরিদপুরের রাজপথ বন্ধ করে দেওয়া হবে। কোনো আপস করা হবে না।"

এই কর্মসূচিতে কৃষক দল ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow