বাবুলের নিঃশর্ত মুক্তি দাবি: সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরের সদরপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বাবুলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে 'মিথ্যা' ও 'সাজানো' আখ্যা দিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল পাঁচটায় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা কলেজ মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বাবুলের মুক্তির দাবি জানান।
মিছিল শেষে হাসপাতালের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, "বর্তমান স্বৈরাচারী সরকারের আমলে কৃষকনেতা শহিদুল ইসলাম বাবুলকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সাজা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "দ্রুততম সময়ের মধ্যে বাবুল ভাইকে মুক্তি না দেওয়া হলে কেন্দ্র ও জেলার নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






