বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 17, 2025 - 15:45
 0  8
বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমানা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলার বলিপাড়া জোনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত থানচি মিনি স্টেডিয়ামে “বলিপাড়া জোন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫” অনুষ্ঠিত হয়।

দিনের খেলায় বলিপাড়া একাদশ মুখোমুখি হয় মোরং স্পোর্টিং ক্লাবের। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার মাধ্যমে বলিপাড়া একাদশ প্রতিপক্ষকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে। খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করছে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি করছে।

আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। তারা বিজিবির এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজিবি বিশ্বাস করে, খেলাধুলা সমাজ থেকে অপরাধ ও কুসংস্কার দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow