ফরিদপুরে ১২ দিনেও অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের পরিচয় ১২ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত ওই ব্যক্তিকে গত ১৩ মে ফরিদপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৭ বছর বলে ধারণা করা হলেও, এখনও পর্যন্ত তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করে জানান, “নানা মাধ্যমে প্রচার চালিয়েও ওই অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মেলেনি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি দাফন করা হয়েছে।”
ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় গত ১৩ মে থানায় একটি মামলা (মামলা নং ২৮) দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন।
এসআই রইচ উদ্দিন জানান, “গত ১২ মে রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের রয়েল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, মাইকিং এবং স্বশরীরে বিভিন্ন এলাকায় লাশের ছবি দেখিয়ে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এমনকি বায়োমেট্রিক ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যও মেলেনি।”
তিনি আরও বলেন, “এখনও চেষ্টা করে যাচ্ছি পরিচয় শনাক্তে। অন্তত যেন তাঁর পরিবারের কাছে খবরটি পৌঁছে দেওয়া যায় যে, তিনি আর বেঁচে নেই।”
মানবিক বিবেচনায় এ ঘটনায় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে এসআই রইচ বলেন, “আপনাদের মাধ্যমে যদি নিহতের ছবিটি তাঁর স্বজনদের নজরে আসে, তবে তাঁরা যেন করিমপুর হাইওয়ে থানা বা ফরিদপুর কোতয়ালি থানায় যোগাযোগ করেন।”
কোনো ব্যক্তি যদি নিহতের পরিচয় সম্পর্কে কিছু জানেন, তাঁকে স্থানীয় থানায় অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
What's Your Reaction?






