ফরিদপুরে রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত

ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫–২০২৭) অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশনার শেখ মুজাফফর আলী মুসা ও সদস্য সচিব খায়রুল বাসার সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং ৩৭৬৪ এর দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।”
বিজ্ঞপ্তিতে পরবর্তী করণীয় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এই নির্বাচন ঘিরে শ্রমিকদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল।
What's Your Reaction?






