ফরিদপুরে এনসিপির উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 25, 2025 - 01:18
 0  2
ফরিদপুরে এনসিপির উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে “জনতার সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে এনসিপির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক কমিটি ফরিদপুরের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এনসিপির ফরিদপুর জেলা তত্ত্বাবধায়ক সৈয়দা নীলিমা দোলা ও মো. তৌহিদ আহমেদ আশিকের নেতৃত্বে আয়োজিত এ সংলাপে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল তত্ত্বাবধায়ক মো. আব্দুর রহমান, সংগঠক মো. রাকিব হোসেন, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান ও সদস্য সচিব মো. সোহেল রানা।

বক্তারা বলেন, এনসিপি দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই গঠিত হয়েছে। এই সংগঠন কখনোই ফ্যাসিস্ট স্বৈরাচার বা তাদের দোসরদের পুনর্বাসনের জায়গা হবে না। বক্তারা আরও বলেন, ফরিদপুর বিভাগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালিয়ে তাদের কোণঠাসা করে রাখা হয়েছিল। সরকার প্রচার করলেও বাস্তবে নারীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ছিল প্রশ্নবিদ্ধ।

বক্তারা এনসিপির পক্ষ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার, 'জুলাই সনদ' ঘোষণা ও সংস্কার, নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজন।

সংলাপে বক্তারা এনসিপিকে জনগণের পাশে থাকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow