ফরিদপুরের সালথায় অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে নতুন ঘর নির্মাণের অভিযোগ

আজিজুর রহমান , সালথা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 20, 2025 - 14:45
 0  3
ফরিদপুরের সালথায় অর্ধশত বছরের চলাচলের পথ বন্ধ করে নতুন ঘর নির্মাণের অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে দীর্ঘ অর্ধশত বছরের চলাচলের একমাত্র পথ নতুন ঘর নির্মাণ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে পথ বন্ধ হয়ে পড়ায় ওই রুটে চলাচল করা পাঁচটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের জানানো মতে, ইউনুস মাতুব্বরের পৈতৃক সম্পত্তি ওই পথটি ছিল, যা তার ছেলে রাজ্জাক মাতুব্বর (৪০) এবং তার পরিবারের জন্য চলাচলের একমাত্র মাধ্যম ছিল। কিন্তু রাজ্জাকের চাচাতো ভাই এবং প্রতিবেশী আছাদ মাতুব্বর ও তার সমর্থকরা রাস্তার পাশের জমি দখল করলেও, চলাচলের পথ ছিল তাদের বাড়ির মধ্য দিয়ে। হঠাৎ করেই আছাদ মাতুব্বর গং নতুন একটি ঘর নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এতে রাজ্জাক ও তার পরিবারের সঙ্গে আরও চারটি পরিবার অসুবিধায় পড়েছে।

স্থানীয় সালিশ ও মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা আইনের দ্বারস্থ হলেও তাতে কোন প্রতিকার পাওয়া যায়নি। রাজ্জাক মাতুব্বর বলেন, “প্রায় ৫০ বছর ধরে আমরা ওই পথে চলাচল করতাম। হঠাৎ ঘর নির্মাণ করে পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা পাঁচটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

অভিযোগপ্রাপ্ত আছাদ মাতুব্বর বলেন, “আমরা কেউ কারো পথ বন্ধ করি নি। অন্য জায়গা দিয়ে পথ দিয়েছি। থানায় একপক্ষীয় সালিশ হলেও আমরা তা মানিনি।”

সংস্লিষ্ট ২নং ওয়ার্ড মেম্বর মো: জয়নাল বলেন, “আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। শুনেছি থানায় সালিশ হয়েছে কিন্তু কোন সমাধান হয়নি।”

সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, “দুই পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করেছি। কেউ চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার কারণে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়া পাঁচটি পরিবারের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow