ফরিদপুরের ভাঙ্গায় হত্যা মামলার আসামী আকাশ গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা থেকে হত্যা মামলার আসামী আকাশ (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে নগরকান্দার কোনাগ্রামে জামাল মাতুব্বরের (৫২) ঘরে ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। এ সময় জামাল মাতুব্বরকে শাবল দিয়ে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মা শিরিন বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ০১/৫৯, তারিখ- ৬ এপ্রিল) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর কাছে সহায়তা চাইলে আকাশকে শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়। অবশেষে মঙ্গলবার বিকেলে আকাশকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব।
What's Your Reaction?






