পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় হারানো ২০ মোবাইল ও ৫ ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

পিরোজপুর জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। এর মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ৩টি, ইন্দুরকানি থেকে ৫টি, মঠবাড়িয়া থেকে ৩টি, নাজিরপুর থেকে ৬টি এবং ভান্ডারিয়া থানা থেকে ৩টি মোবাইল উদ্ধার হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,
“অতি স্বল্প সময়ের মধ্যে হারানো মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
What's Your Reaction?






