নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Jul 2, 2025 - 17:14
 0  4
নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টার পাশাপাশি তার শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ভয়াবহ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা।

হোসনে আরা বেগমের ছেলে মাইন উদ্দিন জানান, “সন্ধ্যার দিকে মা ঘরে একা ছিলেন। আমি বাইরে, আর স্ত্রী ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনবার কোপ দেয়। তারপর তার দুটি কান ছিঁড়ে নেয়া হয়, যাতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঘরের বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকাও নিয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমার ভাতিজা সালমান প্রথমে দেখতে পান তার দাদি রক্তাক্ত অবস্থায় অচেতন পড়ে আছেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে যান। নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।”

মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, “এটি নিছক চুরি নয়, এটি পরিকল্পিত ডাকাতি ও হত্যাচেষ্টা। দুর্বৃত্তরা জানতো মা বাসায় একা ছিলেন।”

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগী ওই নারী হামলাকারীকে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়েছে। তবে এটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা নয়, ২-১ জন ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।”

স্থানীয়দের অনেকে বলছেন, এলাকায় একের পর এক এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow