তিন বছর ধরে ‘নিখোঁজ’ প্রধান শিক্ষক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫৪ নং সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার প্রায় তিন বছর ধরে অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, আর অভিভাবকদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও হতাশা।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ অক্টোবর দুর্গাপূজার ছুটি শেষে বিদ্যালয় খোলার পর থেকেই তিনি অনুপস্থিত। পরে ডাকযোগে ১১ ডিসেম্বর থেকে চার সপ্তাহের চিকিৎসা ছুটি এবং পুনরায় আরও পাঁচ সপ্তাহের ছুটির আবেদন পাঠান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে ফিরে আসেননি কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও করেননি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হাওলাদার জানান, “শুনেছি তিনি ভারতে পূজার উৎসব পালন করতে গিয়েছিলেন। এরপর থেকে তাকে আর বিদ্যালয়ে দেখা যায়নি।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম বলেন, “তার অনুপস্থিতি সম্পর্কে আমি দুইবার পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠিয়েছি। কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, “রতন কুমার হালদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।”
স্থানীয়রা মনে করছেন, একজন প্রধান শিক্ষকের এমন দীর্ঘকালীন অনুপস্থিতি শুধু বিদ্যালয়ের কার্যক্রমই ব্যাহত করছে না, বরং শিক্ষার মানের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে পুরো প্রজন্মের ক্ষতি অপূরণীয় হয়ে উঠতে পারে।
What's Your Reaction?






