তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তামাকের ভয়াবহতা রোধে জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৬ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী তাসনিম আরা আজমেরি। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালসহ আরও অনেকে।
প্রশিক্ষণে প্রশিক্ষকরা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক ও তা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পন্থা তুলে ধরেন। অংশগ্রহণ করেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তামাকের ভয়াবহতার হাত থেকে আমাদের তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষক, ইমাম ও পুরোহিতদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের দায়িত্বশীলরা যার যার অবস্থান থেকে তামাকবিরোধী কর্মকাণ্ডে এগিয়ে আসলে পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, “ধর্মীয় অনুশাসন মেনে চললে তামাক থেকে দূরে থাকা সম্ভব।”
কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে ধূমপানের কুফল ও শরীরের উপর এর ভয়াবহ প্রভাব তুলে ধরেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।
স্বাস্থ্য রক্ষায় শক্তিশালী আইন প্রয়োগ এবং তামাক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেওয়া হয় এই প্রশিক্ষণ কর্মশালায়।
What's Your Reaction?






