তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

রাজশাহীর তানোরে পানিতে ডুবে জুবায়ের হোসেন (২০) নামে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া বনকেশর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের একই গ্রামের জানে আলমের পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যেই পুকুরে গোসল করতে নামলে তার মৃগীর আক্রমণ হতো। ধারণা করা হচ্ছে, সবার অজান্তে গোসল করতে গিয়ে পুকুরেই ডুবে যান তিনি।
পরে স্থানীয়রা আজহার আলীর পুকুরে জুবায়েরের মরদেহ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবার এসে মরদেহ শনাক্ত করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






