টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ নারীসহ আটক ৩

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
Jul 2, 2025 - 17:24
 0  1
টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ নারীসহ আটক ৩

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল ও খুরেরমুখ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলেন—টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মৃত ছিদ্দিক আহমদের মেয়ে মিনারা বেগম (৩৫), ফরিদ আলমের ছেলে মো. কেফায়েত উল্লাহ (১৯) ও খুরেরমুখ এলাকার মৃত আলী আহমদের স্ত্রী জমিলা বেগম (৫০)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাত থেকেই নাফ নদী ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে মঙ্গলবার ভোরে আলীর ডেইল এলাকার একটি বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে মিনারা বেগমের বসতঘর থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ মিনারা ও কেফায়েতকে আটক করা হয়।

একই দিনে খুরেরমুখ এলাকার একটি বাড়িতে গাঁজার মজুদের খবরে বিজিবি সদস্যরা অভিযানে গেলে কথিত জমিলা বেগমের মুরগির খামার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow